নীলফামারীতে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে হত্যা

আপডেট: ২০১৭-০৯-০৮ ২৩:১১:১৯


nilfamariনীলফামারীতে অতুল চন্দ্র রায় (৬০) নামে এক গৃহকর্তাকে হত্যা করে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

নিহত অতুল চন্দ্র রায় জেলার ডোমার উপজেলার নোয়ানী বাকডোকরা গ্রামের বিষ্ট রাম মোহনের ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, নিহত অতুলের ছেলে দক্ষিণ কোরিয়ায় থাকেন। বাড়িতে অতুল, তার স্ত্রী ও এক পুত্রবধূ থাকত।

কয়েকদিন আগে অতুলের পুত্রবধূ তার বাবার বাড়ি বেড়াতে যাওয়ায় বৃহস্পতিবার অতুলের স্ত্রী তাকে আনতে ডিমলা উপজেলার ডালিয়া গ্রামে যান। এ সময় বাড়িতে অতুল চন্দ্র একাই ছিলেন।

এ সুযোগে কে বা কারা বাড়িতে প্রবেশ করে অতুলকে হত্যা করে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

সন্ধ্যার পরও অতুলের বাড়ি ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে তার এক নিকটাত্মীয় দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে অতুলকে হাত-পা, মুখে স্কচটেপ ও শাড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান।

এ সময় এলাকাবাসী তার নিথর দেহ দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডোমার থানার ওসি মোকছেদ আলী জানান, বিষয়টি তদন্ত চলছে।