তুরস্ক-ইন্দোনেশিয়া যৌথ সামরিক প্রকল্পের ঘোষণা
প্রকাশ: ২০১৭-০৯-০৮ ১৯:০০:৪৩
মিয়ানমারে রাখাইন রাজ্যে মুসলিমদের ওপর জাতিগত নির্যাতনের মধ্যেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ সামরিক প্রকল্পের ঘোষণা দিয়েছে তুরস্ক।
দুই দেশের মধ্যে অস্ত্র বিনিময়, প্রশিক্ষণ, সামরিক কৌশলগত সহায়তা ও যৌথ বাণিজ্যিক কার্যক্রমের উদ্দেশ্যে এ প্রকল্প নেয়া হচ্ছে। খবর আনাদলু এজেন্সির।
ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ সামরিক প্রকল্পের এ ঘোষণা মিয়ানমারের উপরে কৌশলগত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার আঙ্কারা ও জাকার্তার মধ্যে কেএপিএলএন ট্যাংক, সাবমেরিন, ড্রোন ও মহাকাশ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সম্ভাব্যতা যাচাইবিষয়ক দপ্তরের মহাপরিচালক সুত্রিমো সুমারলান আনাদলু এজেন্সিকে বলেন, তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ইসমাইল ধেমির ট্যাংক ও অন্যান্য সামরিক প্রকল্পের বিষয় গুরুত্ব দিয়েছেন।
‘এ প্রকল্পের মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান, দুই দেশের উৎপাদিত সামরিক অস্ত্র আদান-প্রদান হবে।’