ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

প্রকাশ: ২০১৭-০৯-১২ ১১:৪১:১২


pabnaপাবনার বেড়া উপজেলায় মিরাজ মণ্ডল (২০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে চরমপন্থীরা।

সোমবার রাতে উপজেলার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিরাজ মণ্ডল রামনারায়ণপুর গ্রামের হাশমত মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিরাজ মণ্ডল পাবনার সাঁথিয়া উপজেলার একটি ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি তিনি ঢাকায় কাজ নিয়েছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরেন।

সোমবার রাতে মিরাজ রামনারায়ণপুর গ্রামে তার বাড়িতেই ছিলেন। এ সময় চরমপন্থী দলের জুলহাস বাহিনীর ৩-৪ জন মিরাজকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায়।

কিছুক্ষণ পর রামনারায়ণপুর গ্রামের নাদের বেপারির বাড়ির কাছে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়।

আমিনপুর থানার ওসি এমএম তাজুল হুদা জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।