সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন সিদ্দিকুর
প্রকাশ: ২০১৭-০৯-১৩ ২৩:২৬:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ার শেলের আঘাতে চোখ হারানো সিদ্দিকুর রহমান সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন।
বুধবার সচিবালয়ে তিতুমীর কলেজ শিক্ষার্থী সিদ্দিকুরের হাতে অ্যাসেনসিয়াল ড্রাগসের ফোন অপারেটর পদের নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
টেলিফোন অপারেটর হিসেবে প্রাথমিকভাবে সিদ্দিকুর ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্য সুবিধাদি পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে তিনি ২৩ হাজার টাকা বেতন ও অন্য সুবিধাদি পাবেন।