রাতের কলকাতায় অভিনেত্রীর শ্লীলতাহানির চেষ্টা
প্রকাশ: ২০১৭-০৯-১৯ ১৩:৩১:২৬
রাতের কলকাতায় ফের শ্লীলতাহানির চেষ্টা৷ এবার মদ্যপ একদল যুবকের হাতে শ্লীলতাহানির শিকার হলেন খ্যাতনামা টলি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র৷ ঘটনাটি বেহালা থানা এলাকার সিড়িটিশ্মান৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী৷ বেহালার সিড়িটি শশ্মান এলাকায় কাছে তাঁর গাড়ি আটকে দাঁড়ায় কয়েকজন যুবক৷ চালককে গাড়ি থেকে নেমে আসতে বলা হয়৷ চালকের সঙ্গে নেমে আসেন অভিনেত্রীও৷ অভিযোগ, ওই যুবকরা প্রত্যেকেই মদ্যপ ছিলেন৷ গাড়ি থামানোর কারণ জানতে চাওয়া হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ৷
সূত্রের খবর, এরপর কোনওমতে মদ্যপদের নাগাল থেকে নিজেদের মুক্ত করে চালককে নিয়ে বেরিয়ে আসেন অভিনেত্রী৷ ঘটনাস্থলের অদূরে কলকাতা পুলিশের কিওস্কে গিয়ে সাহায্য চান তিনি৷ সূত্রের খবর, অত্যন্ত তৎপরতার সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ৷ পুলিশের দাবি, এটি নিছকই একটি বিচ্ছিন্ন ঘটনা৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷ এদিকে পুজোর মুখে খাস কলকাতার বুকে অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটায় পুলিশি নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে৷