মিয়ানমারকে চাপ দিতে ওআইসির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশ: ২০১৭-০৯-২২ ২৩:৪৭:৫৮
রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ দিতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলেনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানসহ সফর নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন। তিনি এই সংকটে বাংলাদেশের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন।