রংপুরে নিজের জন্য ভোট চাইলেন এরশাদ

প্রকাশ: ২০১৭-০৯-২৪ ২২:৪৪:৫৭


arshadআগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৩ আসন থেকে তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনি হাইস্কুল মাঠে এক জনসভায় তাকে ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছে। জাতীয় পার্টির আমলে মানুষের নিরাপত্তা ছিল। মানুষ শান্তিতে বসবাস করেছে। আজ সে অবস্থা নেই।

এরশাদ বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। চারদিকে খুন, গুম আর নিখোঁজের তালিকা বাড়ছে। মানুষ এসব থেকে পরিত্রাণ পেতে চায়। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে গেলে এখনই পার্টির নেতাকর্মীদের শক্তি বাড়াতে হবে।

তিনি বলেন, আমার শাসন আমলে দেশের বার্ষিক উন্নয়ন বাজেট ছিল ৪ হাজার কোটি টাকা। এখন দশগুণ বেড়েছে। কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে না। কারণ উন্নয়নের টাকা ভাগবাটোয়ারা হয়ে যায়। লুটপাট হচ্ছে। তাই উন্নয়ন থমকে গেছে।

এরশাদ বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন দেশের হিন্দু সম্প্রদায়ের কোনো মন্দির প্রতিমা বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেনি। এখন হচ্ছে। তাই চিন্তা করতে হবে কার আমলে তারা নিরাপদ ছিলেন। তাকেই ক্ষমতায় আনতে হবে। এটা এখন ভাবার সময়। তিনি এসময় রংপুরের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

তিনি রংপুরের মানুষের কাছে নিজের ঋণ পরিশোধ করার জন্য বেঁচে আছেন উল্লেখ করে বলেন, এই বয়সে বিভিন্ন সরকার আমলে আমার ওপর নানা দমন-পীড়ন করার মাঝেও আমি বেঁচে আছি। আমি মনে করি, রংপুরের মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে বেঁচে আছি।

এবারে শেষবারের মতো রংপুরে নির্বাচিত হয়ে রংপুরের মানুষের ঋণ শোধ করার সুযোগ চেয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

সভা শেষে সন্ধ্যায় এরশাদ পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা করিমুদ্দিন ভরসার ছেলে আলহাজ সেরাজুল ভরসা জাতীয় পার্টিতে যোগদান করেন।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ।