আইন পেশায় ব্যারিস্টার বাশারের স্বর্ণপদক লাভ

প্রকাশ: ২০১৭-০৯-৩০ ২১:৪৯:১৯


unnamedবাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার ’সৈয়দ আমীর আলী স্বর্ণপদকে’ ভূষিত হয়েছেন। অরাজনৈতিক ভিন্নধর্মী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গুড গর্ভান্যান্স এন্ড হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি (Good Governance And Human Rights Review Society) কর্তৃক সফল ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, আইনজীবী, শিল্পী-সাহিত্যিক, সংগঠক ও চিকিৎসকদের সংশ্লিষ্ট পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ পুরষ্কার প্রদান করা হয়। আইন পেশায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি এই পুরষ্কার লাভ করেন। 
শনিবার ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আক্তার ইমাম অডিটোরিয়ামে এক আনুষ্ঠানে স্বর্ণপদ ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারপতি, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।