জামায়াতের আমির মকবুল-সেক্রেটারি শফিকুরসহ গ্রেফতার ৯

প্রকাশ: ২০১৭-১০-০৯ ২২:৫০:২৫


jamat-amirগোপন বৈঠক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় রাষ্ট্রবিরোধী যড়যন্ত্রের বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়। এ সময় দলটির আমির ও সেক্রেটারি জেনারেলসহ অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়। সূত্রটি আরও জানায়, আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিবির মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি কোনো কথা বলতে রাজি হননি।