রোহিঙ্গাদের ১০ হাজার টয়লেট তৈরি করে দেবে ইউনিসেফ

প্রকাশ: ২০১৭-১০-১১ ২০:২১:০৩


rohingaদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য ৩৫ হাজার টয়লেট প্রয়োজন। এর মধ্যে ১০ হাজার টয়লেট নির্মাণ করে দেবে ইউনিসেফ।’ তিনি বলেন, ‘এই ১০ হাজার টয়লেট তৈরিতে ব্যয় হবে ১১ কোটি ৮০ লাখ টাকা। আগামী দুই মাসের মধ্যে এসব টয়লেটের নির্মাণ কাজ শেষ হবে।’

মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৭ হাজার ৮৪৯টি টয়লেট নির্মাণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন।

ইউনিসেফের পক্ষে বাংলাদেশের কান্ট্রিও ডিরেক্টর এডওয়ার্ড বিগবেডার এবং বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।