৩৭ বছরে মারিয়াম ৩৮ সন্তানের জননী, স্বামীর ৮৩!

আপডেট: ২০১৭-১০-২১ ১৩:৪২:০২


37সন্তানের জননীয় হাওয়া প্রত্যেকটা নারীর গর্বের বিষয়। কিন্তু এই একুশ শতকে ৩৭ বছর বয়সী এক নারীর ৩৮টি সন্তানের জননী হওয়া সত্যি অবাক হওয়ার মতো। তবে তার স্বামী আরেক কাঠি সরেস। তার বহু নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কেরও অনেক সন্তান রয়েছে। সেই সংখ্যাও নাকি ৪৫।
আফ্রিকার উগান্ডার মুকুনো জেলার কাবিমবিড়ি গ্রামের বাসিন্দা মারিয়াম নাবাতানজি বাবিরে ৩৮ সন্তানের জননী। ১৯৯৩ সালে ১২ বছর বয়সে বিয়ে হয় নাবাতানজির। ১৯৯৪ সালে ১৩ বছর বয়সে প্রথমেই যমজ সন্তানের জন্ম দেন নাবাতানজি। তবে ৩৮ বছরে মারিয়াম নাবাতানজি ৬ বার যমজ, ৪ বার তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। হিসাব করলে দেখা যাবে প্রতি বছর পিছু একটা করে সন্তানের জন্ম দিয়েছেন ৩৭ বছরের উগান্ডার নারী। নাবাতানজির প্রথম সন্তানের বয়স ২৩ এবং সব থেকে ছোট সন্তানের বয়স ৪ মাস।
মারিয়াম নাবাতানজি জানান, স্বামীর বয়স ৪০। তার বহু নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কেরও অনেক সন্তান রয়েছে। সেই সংখ্যাও নাকি ৪৫।