গাজীপুরে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: ২০১৭-১০-২১ ১৩:৫২:২৮
গাজীপুরে দেয়াল চাপা পড়ে জাহিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সিটি করপোরেশনের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদ কিশোরগঞ্জের বাজিতপুর থানার চাদালচর এলাকার সুমন মিয়ার ছেলে। এ ঘটনায় জাহিদের মা রীনা আক্তার ও খালা রুনা আক্তার আহত হয়েছেন।
স্থানীয় কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা জানান, জাহিদ তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে আসে। শুক্রবার রাতে মা ও খালার সঙ্গে একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। এদিকে তাদের পাশের বাড়ির রমিজ উদ্দিনের মাটির ঘর অপসারণের কাজ চলছিল। শুক্রবার থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজ বন্ধ ছিল। শনিবার ভোরে ওই ঘরের দেয়াল ধসে পাশের ঘরের উপর পড়ে। এতে মাটি চাপা পড়ে জাহিদ ঘটনাস্থলেই নিহত এবং তার মা ও খালা আহত হন।