বিদ্যুতের দাম বৃদ্ধি চান না স্টিল মিল মালিকরা

প্রকাশ: ২০১৭-১০-২৫ ২২:০৩:১৯


gridবিদ্যুতের দাম না বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মো. শহিদুল্লাহ, সাবেক সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ।

নেতারা জানান, সম্প্রতি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের রড না নিয়ে বিদেশ থেকে আমদানি করার সুযোগ দেয়া হচ্ছে।

এসব প্রকল্পের দরপত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশ নিতে না দিয়ে ভারত থেকে রড আমাদনি করা হচ্ছে।

তারা আরও জানান, এসব উন্নয়ন প্রকল্পে আমদানি করা রডে শুল্ক, ভ্যাট ও করমুক্ত সুবিধা দেয়া হচ্ছে।

নেতারা দেশীয় স্টিল মিলের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বিদেশ থেকে আমদানি বন্ধ ও আমদানির ক্ষেত্রে শুল্ক, ভ্যাট ও করমুক্ত সুবিধা প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গণশুনানি পর্যন্ত হয়ে গেছে, হয়তো যেকোনো সময় দাম বাড়ানো হবে। সরকারের প্রতি বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানান বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা।