বুয়েটে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ক্লাস বর্জন
প্রকাশ: ২০১৭-১০-৩০ ১৬:৪৭:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীদের সঙ্গে একই সংগঠনের বুয়েটের কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাসহ আট দফা দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় তৃতীয় দিনের মতো বুয়েটে ক্লাস বর্জন চলছে।
এর আগে শুক্রবার রাতে গাঁজা সেবন নিয়ে ঢাবি ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে সাদমান নামে বুয়েটের এক ছাত্রলীগকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সংঘর্ষের ঘটনার জেরে শনিবার আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা।
শুক্রবার ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার সূত্রপাত নিয়ে তিন ধরনের কথা শোনা গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গাঁজা সেবন নিয়ে জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বুয়েট ছাত্রলীগের কর্মীদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে শুক্রবার বিকালে জহুরুল হক হলের ছাত্রলীগকর্মী ইমরানকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখেন সেখানকার ছাত্রলীগের কর্মীরা।
বিষয়টি জানতে পেরে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের কর্মীরা ইমরানকে ছাড়িয়ে আনতে যান। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, পলাশী এলাকায় একটি দোকানে রুটি খাওয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
অপর একটি সূত্র জানিয়েছে, গায়ে ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।