তিতাস নদীতে নৌকাডুবি, ৩ জেএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশ: ২০১৭-১১-০১ ১০:৫৩:৩৬


boat-singkingব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টা পর্যন্ত তিন পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিনজন।

সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নাইমুল ইসলাম জানান, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রায় ১০০ যাত্রী কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন।

তিনি জানান, নৌকাটি তীরে ভেরানো সময় হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। এতে তিন জেএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও এখনো নিখোঁজ রয়েছে তিনজন।

নবীনগর থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত জেএসসি শিক্ষার্থীদের মৃতদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।