বিএনপি নির্বাচনে যাবেই : মওদুদ

প্রকাশ: ২০১৭-১১-০৩ ১৮:১৭:১৮


moududবিএনপি যে কোনো প্রতিকূল অবস্থাতেও জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম এ সমাবেশের আয়োজন করে।

মওদুদ বলেন, ‘এই নির্বাচনে গণজোয়ার হবে। সরকার সমঝোতায় না এলে বাংলাদেশের মাটিতে গণবিস্ফোরণ হবে। কারণ এই সরকারের অত্যাচার মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মানুষের এখন অন্য কোনো আশ্রয় নেই, পথও নেই। ১০ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে- তারা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল।’

তিনি আরও বলেন, যে কোনো প্রতিকূল অবস্থায় আমরা নির্বাচনে অংশ নেব। তার আগে আমরা যখন বিভিন্ন কর্মসূচি দেব, সেখানে যে গণজোয়ার হবে, সেটি দেখে সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এ সরকারের কাছ থেকে জনগণ একটি কথাই শিখছে- মিথ্যা বলতে হবে; সদা সর্বদা মিথ্যা কথা বলিবে। কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কারা করেছে, কে করেছে- সবাই জানে। বাংলাদেশের মানুষ সবাই জানে, এমনকি যারা এই হামলাকে অস্বীকার করছে তারাও জানে এটি আওয়ামী লীগের ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা করেছে। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে লজ্জাজনকভাবে গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী আরও যাবেন।একটি অংশে মানুষের ঢল দেখেই এমন করছেন আপনারা? এ ধরনের গাড়িবহরে হামলা করে বিএনপি এবং জনগণের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। আরও সফরে যাব আমরা। দেখব কত বহরে আপনারা আক্রমণ করতে পারেন।’

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।