মুশফিকের রাজশাহীকে হারাল মাশরাফির রংপুর

প্রকাশ: ২০১৭-১১-০৫ ২২:১৯:২৬


rongবিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে জয় পেয়েছে রংপুর রাইডার্স। উদ্বোধনী দিনে রাজশাহীর দেয়া ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ১৮.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী কিংস। সর্বোচ্চ ৪৭ রান করেন রনি তালুকদার। এ ছাড়া ড্যারেন স্যামি ২৯ ও জেমস ফ্রাঙ্কলিন করেন ২৬ রান। শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।

রংপুর রাইডার্স একাদশ : জনসন চার্লস, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, ডেভিড উইলি, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান ও লাসিথ মালিঙ্গা।

রাজশাহী কিংস একাদশ : লুক রাইট, লেন্ডল সিমন্স, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার ও নিহাদ উজ জামান।