হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ মুকরিন নিহত
প্রকাশ: ২০১৭-১১-০৬ ১০:৫০:৫৮
সৌদি যুবরাজ মনসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্তসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
প্রিন্স মনসুর বিন মুকরিন আসির প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সৌদি যুবরাজ মনসুর বিন মুকরিন এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় আল ইখবারিয়া নিউজ চ্যানেলের খবরে বলা হয়, যুবরাজসহ অন্যান্য কর্মকর্তার নিয়ে হেলিকপ্টারটি যাওয়ার সময় ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১১ প্রিন্স, চার বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজনখানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার পর দেশটিতে তোলপাড় চলছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ দুর্নীতিবিরোধী অভিযান চলছে।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যে যুবরাজ নিহত হয়েছেন, তিনি সাবেক আরেকজন ক্রাউন প্রিন্সের ছেলে।
নিহত যুবরাজের বাবাকে ২০১৫ সালে তার সৎভাই এবং বর্তমান রাজা সালমান সরিয়ে দিয়েছিল।
সৌদি সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার নয়। তবে আরোহীদের কেউ জীবিত নয় বলে মনে হচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই এলাকায় হেলিকপ্টারে করে কিছু জরিপ পরিচালনা করছিলেন আরোহীরা।