২০১৮ সালে ২২ দিন সরকারি ছুটি

আপডেট: ২০১৭-১১-০৬ ২৩:২৯:৫১


pm২০১৮ সালে ২২ দিনের সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ। এর মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৮ সালের ওই ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

তিনি বলেন, ২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।

চলতি বছরেও মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে। আর ২০১৬ সালেও ২২ দিন ছিল সরকারি ছুটি, যার চার দিন ছিল সাপ্তাহিক ছুটির দিনে।