খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি

প্রকাশ: ২০১৭-১১-০৯ ২০:৩৩:৪৭


Studen liugeছাত্রলীগের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত  রোববার বদরুল আমিন রনি-কে আহ্বায়ক এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং চারজনকে সদস্য করা হয়েছে।
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি বায়জিদ আহমেদ খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ কমিটির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। আগামী তিন মাসের জন্য গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, আজগর হোসেন মিরাজ,  শরিফুল ইসলাম শরীফ,  মোহাম্মদ শাকিল আহমেদ,  মেহেদী হাসান,  মোহাম্মদ মাজহারুল তনয় ও  প্রিন্স তালুকদার এবং সদস্যরা হলেন- মোহাম্মদ রাকিব, কাওসার আলম, মতিউর রহমান সজিব ও মাশরুখ আহমেদ।