বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে “আল্লাহ জানে”

আপডেট: ২০১৭-১১-২৭ ১৪:১৮:৪০


Allah Jane

“আল্লাহ জানে” শিরোনামের একটি গান ইউটিউব আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে।  গানের শিল্পী – শ্রাবন কুমার (জুয়েল),  কথা সুর ও সংগীত – ভোজন ক্ষ্যাপা।

গানটি সামিরর উদ্দীনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত “অধরা” শর্টফিল্মের জন্য তৈরি করা হয়েছে।  এতে অভিনয় করেছে তমা মির্জা, সাগর আহমেদ ও লাবন্য বিন্দু গল্প।  শর্টিফল্মটি রিলিজ হচ্ছে সিডি চয়েস এর ব্যানারে।

শর্টফিল্ম সর্ম্পকে চিত্রনাট্য ও পরিচালক সামিরর উদ্দীন বলেন, গানটি শ্রোতা ও দর্শকদের ভাল লাগবে। শর্টফিল্মটিও দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হবে আশা করছি।

তিনি আরো বলেন, গানটি জুয়েল অসাধারন গাইছে এবং গানের কথা ও সুর আশা করি মানুষের হৃদয়র্স্পশ করবে।  ২২ নভেম্বর ট্রেইলর এবং ৩০ নভেম্বর শর্টফিল্মটি সিডি চয়েস এর ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

সানবিডি/ঢাকা