প্রশ্নফাঁস: ঢাবির ছয় ছাত্রসহ আটক ৮

আপডেট: ২০১৭-১১-২১ ১৩:০৭:০৭


duভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় ছাত্রসহ ৮ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার ভোরে প্রশ্নফাঁসের জন্য ব্যবহৃত ডিভাইস ট্র্যাকিং করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের মূলহোতাসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ঢাবির ছয় শিক্ষার্থী রয়েছেন।

এ বিষয়ে দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।