ঢাকা মেডিকেলে মায়ের কোল থেকে শিশু চুরি

আপডেট: ২০১৭-১১-২১ ১৩:০৫:৩৬


dmcঅসুস্থ বাবার সেবা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন মা। মায়ের সঙ্গে এসেছিল তিন মাস বয়সী শিশু জিমও। রাতে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শিশুটি। এর পর মায়ের কোল থেকেই হারিয়ে যায় জিম।

সোমবার মধ্যরাতের পর কোনো একসময় হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ড থেকে জিম নামের ওই শিশুটি চুরি হয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

জিমের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তার বাবার নাম জুয়েল হোসেন ও মা সুমাইয়া আক্তার। অসুস্থ বাবার সঙ্গে গত ৩১ অক্টোবর শিশু জিম ও তার মা হাসপাতালে এসেছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটিকে উদ্ধারের সব ধরনের চেষ্টাই আমরা করছি।

তবে কীভাবে শিশুটি নিখোঁজ হল, কেউ তাকে তুলে নিয়ে গেছে কিনা, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এসআই।