কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে আটক-২

আপডেট: ২০১৭-১১-২১ ২৩:১৬:১৭


nozrulজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় (প্রক্সি) ২ জনকে আটক করা হয়েছে।

অাজ মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে তাদের অাটক করা হয়। বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড.মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘বি’ ইউনিটের ৩য় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ব্যবসায়ে প্রশাসন ভবনের ৩০৪ নং রুমে ০৯৮৭৮ রোল নম্বরের পরীক্ষার্থী ছিলেন সুদীপ্ত বর্মণ। কিন্তু তার হয়ে পরীক্ষা দিতে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র আব্দুল জব্বার। প্রবেশপত্রে ছবি দেখে সন্দেহ হলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জব্বার প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অমিত হাসান রিপন নামে আরও একজনকে আটক করা হয়।