৯/১১-র হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মালিককে ক্ষতিপূরণ দেবে বিমান সংস্থা
প্রকাশ: ২০১৭-১১-২৩ ২২:৪০:৩৭
২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জঙ্গি হামলায় বিমান সংস্থাকে ৯ কোটি ৫১ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল মার্কিন আদালত৷ শীর্ষ আদালতের এই রায় ঘোষণার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মালিককে ক্ষতিপূরণ বাবদ ৯ কোটি ৫১ লক্ষ ডলার দিতে রাজি হয়েছে আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স৷
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সের দু’টি বিমান ছিনিয়ে নিয়েছিল আল-কায়েদার জঙ্গিরা৷ ওই দু’টি সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মালিক লারি সিলভারস্টেইন৷ জঙ্গি হামলার মাত্র দেড় মাস আগে ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটির ৯৯ বছরের জন্য লিজ নিয়েছিলেন তিনি৷ আল-কায়েদার জঙ্গিদের হামলায় প্রায় ৫০০ কোটি ডলার ক্ষতি হয় বলেও আদলতে দাবি করেন তিনি৷
বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানিয়ে দীর্ঘ ১৩ বছর মামলা লড়ছিলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মালিক৷ আদালতের বাইরে দীর্ঘ আলোচনার পর দু’পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়৷ দুই বিমান পরিবহণ সংস্থা ডেভেলপারকে ৯ কোটি ৫১ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেবে বলে জানা গিয়েছে৷