প্রশ্নফাঁসের ফল দেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ
প্রকাশ: ২০১৭-১১-২৪ ২১:১৩:৫১
প্রশ্নফাঁসের ফল দেশের ভবিষ্যতের জন্য ‘ভয়াবহ’ হবে বলে আশংকা প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, প্রশ্নফাঁস, দুর্নীতি, মাদক, গুম-খুন ও রোহিঙ্গা ইস্যুতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর পরিণতি হবে ভয়াবহ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সংসদে ‘গুম’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর অন্য দেশে গুম হয়, খুন হয় মানছি। কিন্তু পার্থক্য হলো- সেসব দেশের খুন হলে খুনি ধরা পড়ে, গুম হলেও উদ্ধার হয়, ফিরে আসে।
বর্তমান সরকার সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করে অধ্যাপক বি. চৌধুরী বলেন, আর আমাদের দেশে গুম হলে তো কথাই নেই, ফেরে না অথবা লাশ পাওয়া যায়। কেউ ফিরলেও কথা বলার শক্তি হারিয়ে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনী পুরোটাই ব্যর্থ। খুন হলে খুনী থাকে অধরা, বিচার হয় না।
রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি। এসময় বিদ্যুতের মূল্য কার স্বার্থে বাড়ানো হয়েছে বলেও প্রশ্ন রাখেন বি চৌধুরী।
বাংলাদেশ জনদলের চেয়ারম্যান এস এম শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।