পাকিস্তানে সন্ত্রাসী হামলা, সেনাদের গুলিতে ৪ জঙ্গি নিহত
প্রকাশ: ২০১৭-১২-০১ ১২:৪৪:৪৩
পাকিস্তানের পেশোয়ারের পেশোয়ারের কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি হোস্টেলে তালেবানের হামলায় ১২জন আহত হয়েছে।
তবে হামলার পরপরই সেনাবাহিনীর অভিযানে ৪ সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে।
শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন অনলাইন ও আল জাজিরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে পেশোয়ারের কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি হোস্টেলে ঢুকে পড়ে ‘তেহরিকে তালেবান পাকিস্তানের’ সদস্যরা।
তারা এলোপাতাড়ি বন্দুকের গুলি ছুড়তে শুরু করলে ১২জন আহত হন।
এর পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা হামলা চালায়। এতে চার হামলাকারী নিহত হয়।
সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, নিহতরা সবাই হামলার সঙ্গে জড়িত।
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি উপলক্ষ্যে ওই হোস্টেলের কর্মকর্তারা ছুটিতে রয়েছেন।