রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

প্রকাশ: ২০১৭-১২-০১ ১২:৫৫:৫৬


dolবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিলের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার বিকালে বঙ্গবাজার এলাকায় ঢাকা মহনগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মল্টিন, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন ও উত্তরের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা রিয়াদ প্রমুখ।

গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে স্বেচ্ছাসেব দল একটি বিক্ষোভ মিছিল বের করে।

সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মোসত্মাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের ঝিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ।