সিভিল সার্জনকে কারাদণ্ড দেয়া সমীচীন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ২০১৭-১২-০৫ ২৩:১২:২৭


helth_ministerলক্ষ্মীপুরে দেশের একজন অভিজ্ঞ চিকিৎসক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেয়াটি সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ ঘটনায় চিকিৎসকদের মাঝে প্রতিক্রিয়া হয়েছে। এ ব্যাপারে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এ ধরনের ঘটনা না হওয়াই ভালো।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে ১০ দিনব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ক্যাম্পে সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে যদি কারাদণ্ড দেয়া হয়, তাহলে প্রতিক্রিয়া হবে। প্রশাসনও আমাদের কর্মকর্তা, চিকিৎসকরাও আমাদের কর্মকর্তা। তারা সবাই জনগণের সেবা দিচ্ছে। তাই আমার মনে হয়, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা নিয়ে আন্তরিকতার সঙ্গে দেশের সাধারণ মানুষ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করছেন। তার এ উদ্যোগের কারণেই গাজীপুরের তেঁতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, এ হাসপাতালে শিগগিরই স্থায়ীভাবে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করা হবে। যেখানে দরিদ্র মানুষদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।
অনুষ্ঠানে মালয়েশিয়া হাইকমিশনের পরামর্শদাতা ইধাম জুহরি মো. ইউনুস, গাজীপুরের সিভিল সার্জন অধ্যাপক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান, মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পের মাধ্যমে অগ্রিম রোগী বাছাইয়ের মাধ্যমে বাছাইকৃত রোগীদের মধ্য থেকে ক্যাম্পকালীন বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ন ও প্লাস্টিক সার্জারি ক্যাম্প চলছিল। এখানে আজকে পর্যন্ত ৮০ জন রোগীকে আউট ডোরে আর ৩৪ জনকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে।
ভবিষ্যতে দ্রুত সময়ের মধ্যে এ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট করা হবে। এখানে বিনামূল্যে এবং স্বল্পমূল্যে মানুষ চিকিৎসা পায়।
এই কার্যক্রমে শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সঙ্গে যোগ দেন- জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস প্রতিনিধি ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন (জার্মানি) এবং অ্যাকশন ফর ডিফিনছেলেস পিপল ফাউন্ডেশন (হাঙ্গেরি), শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির স্বনামধন্য ডাক্তাররা অংশ নেন।