গেইলের বিস্ফোরক সেঞ্চুরিতে ওলট-পালট রেকর্ড বই
প্রকাশ: ২০১৭-১২-১৩ ০০:২৯:২০
এলিমিনেটর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন খুলনা টাইটানসের বিপক্ষে। বিপিএলের ফাইনালেও ক্রিস গেইল চালালেন তাণ্ডব। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেললেন ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস। বিস্ফোরক ইনিংসে গড়লেন এক গাদা রেকর্ড।
* টি-টোয়েন্টিতে এটি গেইলের ২০তম সেঞ্চুরি। ৭টির বেশি সেঞ্চুরি নেই আর কারও।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার টি-টোয়েন্টি রান। ৯ হাজার রানও নেই আর কারও।
* ইনিংসে গেইল ছক্কা মেরেছেন ১৮টি। ছাড়িয়ে গেছেন নিজেরই বিশ্বরেকর্ড। আইপিএলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসটির পথে মেরেছিলেন ১৭টি ছক্কা।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে করেছেন ছক্কার সেঞ্চুরি। ২৬ ইনিংসে তার ছক্কা এখন ১০৭ টি। ৫৪ ইনিংসে ৪৭ ছক্কায় দুইয়ে সাব্বির রহমান।
* এই নিয়ে এক ইনিংসে ১০টি বা তার বেশি ছক্কা ১৫বার মারলেন গেইল। ১০ ছক্কা দুবারের বেশি মারতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
* বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে নিজেকেই ছাড়িয়ে গেলেন গেইল। এক ম্যাচ আগেই খুলনা টাইটানসের বিপক্ষে খেলা অপরাজিত ১২৬ রানের ইনিংস ছাড়িয়ে গেলেন অপরাজিত ১৪৬ রান করে।
* বিপিএলের ৫ আসরের ফাইনালে এই প্রথম সেঞ্চুরি করলেন কোনো ব্যাটসম্যান।
* বিপিএলে সব মিলিয়ে একাই ৫টি সেঞ্চুরি করলেন গেইল। একাধিক সেঞ্চুরি নেই আর কারও।
* এই ইনিংসের পথে সবচেয়ে কম ইনিংস খেলে বিপিএলে হাজার রানের রেকর্ড গড়লেন গেইল। লেগেছে তার মাত্র ২৬ ইনিংস।
* এর আগে টি-টোয়েন্টিতে ৯টি ফাইনাল খেলে গেইল করতে পেরেছিলেন মাত্র দুটি ফিফটি। দশম ফাইনালে করলেন প্রথম সেঞ্চুরি।
* ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন গেইল। যে কোনো উইকেটেই বিপিএল এই প্রথম দেখল দুইশ রানের জুটি। ২০১৩ বিপিএলে খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফিস ও লু ভিনসেন্টের ১৯৭ রানের জুটি ছিল আগের রেকর্ড।