বগুড়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
প্রকাশ: ২০১৭-১২-২৭ ১৪:৪৬:০৮
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলায় তাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী সাদ্দাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান ওসি।