রাজধানীতে ডিবির অভিযানে ৫৬ ছিনতাইকারী আটক
প্রকাশ: ২০১৭-১২-২৭ ২০:৫৭:২৯
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৫৬ ছিনতাইকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতের ওই অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, গতকাল রাতে রাজধানীর কয়েকটি টার্মিনালে অভিযান চালিয়ে ৫৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল পাওয়া গেছে।
বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে মাসুদুর রহমান জানিয়েছেন।