ব্যাটিং নিয়ে মিরাজের নতুন ভাবনা
আপডেট: ২০১৭-১২-২৭ ২২:৩৫:২৬
অনুর্ধ-১৯ দলে থাকার সময় নিজেকে একজন অলরাউন্ডার হিসেবেই প্রতিষ্ঠিত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলেও তার শুরু অলরাউন্ডার হিসেবেই; কিন্তু ধীরে ধীরে অলরাউন্ডার মিরাজ এখন অফ স্পিনার মিরাজ হিসেবেই চারদিকে বেশি পরিচিত। তবে মিরাজের মধ্যে ভাল ব্যাটিংয়েরও তাগিদ রয়েছে। ব্যাটিং অর্ডারের কারণে সেই ভাল ব্যাটিংটা করতে পারছেন না বলে মনে করেন তিনি।
নিজের ব্যাটিংয়ের উন্নতি করা নিয়ে মিরাজ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের প্রথমদিন সাংবাদিকদের বলেন, ‘আসলে এখন বাংলাদেশ দলের যে ব্যাটিং অর্ডার আছে, সেখানে আমাকে অনেক দেরিতে ব্যাটিং করতে হয়। তবুও আমি খুশি তাতে। সুযোগ পেলে অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করবো; কিন্তু বর্তমানে কিছু হচ্ছে না। ইচ্ছা আছে বাংলাদেশ দলের হয়ে অনেক ম্যাচ খেলবো। একই সঙ্গে ব্যাটিংয়ের উন্নতি করে উপরে খেলার চেষ্টা করবো।’
তাহলে কী বোলিংয়ে মনযোগ কমিয়ে দেবেন? কিংবা শুধু বোলিং নিয়ে খুশি নন তিনি? মিরাজ জানালেন, বোলিং নিয়েও খুশি তিনি। তার মতে, ‘এখন বোলার হিসেবে আছি। দুটাতেই ভাল করবো সুযোগ পেলে চেষ্টা করবো। তবে এ মুহূর্তে আমি খুশি, বোলিংটা ভাল হচ্ছে। বোলিংও অনেক গুরুত্বপূর্ণ। সামনে আমাকে আরো ভাল করতে হবে।’
নতুন বছর শুরু হচ্ছে আর দু’তিনদিন পর। বছরজুড়ে ব্যস্ত সূচি। মিরাজ আশা করছেন, বছরটা ভালই যাবে দলের জন্য। দল শতভাগ দেয়ারই চেষ্টা করবে। মিরাজ বলেন, ‘আসলে কেমন হবে সেটা তো আমি বলতে পারব না; কিন্তু চেষ্টা করব ভাল কিছু করার। ইনশাল্লাহ, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই হবে। আমাদের চেষ্টা থাকবে শতভাগ দেয়ার। আশা করি, ভাল কিছুই হবে। আমাদের দলের সবাই কঠোর পরিশ্রম করছে। আজ থেকে ক্যাম্প শুরু হলো। সবাই পরিশ্রম করছে। সিরিজের আগে যে কয়দিন সময় পাই, আশা করি এই সময়ের মধ্যে নিজেদের তৈরি করতে পারব।’
নতুন অধিনায়ক এবং সহ-অধিনায়ক দলকে নতুন কোন বার্তা দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আসলে সেভাবে কোন বার্তা নয়। সবাই যেমন কথা বলে তেমনি। খেলায় তো একজন অধিনায়ক থাকবেনই। সবার সাথে সবার যোগাযোগ খুবই ভাল। অধিনায়ক বা সহ-অধিনায়ক কোন কিছু না। দিনশেষে কিন্তু দেখা যায় সবাই দেশের জন্যই খেলছেন। যেই অধিনায়ক হোক না কেন, তিনি তো দলের জন্যই খেলছেন, দেশের জন্যই খেলছেন।’
দলকে অধিনায়করা কোন বার্তা না দিলেও নতুন অধিনায়ক সাকিব আল হাসান এবং টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ফিটনেস নিয়ে একই কথা বলেছেন। এ দু’জনের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সাকিব ভাই একটা কথা বলেছে যে, এ বছর আমাদের অনেক খেলা আছে। সবাই যেন ফিট থেকে নিজেদের সবটুকু দিতে পারি। সুজন স্যারও বলেছে, এইটা প্রথম ক্যাম্প এই বছরের। তো সবাই যেন ফিট থাকি। যার যতটুকু আছে তা যেন সব দিতে পারি। আমাদের সামনে অনেক খেলা। বাংলাদেশ আরও উপরে যেতে পারবে, যদি আমরা আমাদের ওইভাবে তৈরি করতে পারি। সে সময়টাই এখন আমাদের।’