ব্যবসায় খরচ কমাতে মানসম্মত বিদ্যুৎ চাই: ডিসিসিআই
|| প্রকাশ: ২০১৫-১০-৩১ ১৭:৩৬:২৯ || আপডেট: ২০১৫-১০-৩১ ১৭:৩৬:২৯

বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস-২০১৬’ বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বলেছেন, ব্যবসায় উন্নয়ন এবং এ খাতে খরচ কমাতে বিদ্যুৎ সংযোগ অপরিহার্য হয়ে পড়েছে। তবে বিদ্যুৎ দিলেই হবে না। মানসম্পন্ন বিদ্যুৎ দিতে হবে।
শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে বিশ্বব্যাংকের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন আমাদের অনেক কাজ করে দিচ্ছে। কোন কোনো জায়গায় সমস্যা আছে বা কোন কোন বিষয় ভালো করতে হবে তা বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। এখন সরকারকে মনোযোগ দিয়ে এ প্রতিবেদন পর্যবেক্ষণ ও পদক্ষেপ নিতে হবে।
হোসেন খালেদ বলেন, এই মুহূর্তে বিদুত্ দিলে শুধু চট্টগ্রামেই তিন হাজার শিল্পকারখানা দ্রুত চালু করা যাবে। এসময় তিনি বিদুত্ সংযোগ দেওয়ার ক্ষেত্রে উত্পাদনশীল খাতকে বেছে নেওয়ার পরামর্শ দেন। ব্যবসায় উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উত্সাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে বাংলাদেশকে ‘মোস্ট ডাইনামিক’ দেশ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি হুমায়ুন রশিদ, সহসভাপতি সোয়েব চৌধুরী ছাড়াও ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
রিজার্ভ কমেছে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার
-
১১০ টাকায় সয়াবিন তেল বিক্রির ঘোষণা দিয়ে স্থগিত করল টিসিবি
-
কাল থেকে মিলবে ১১০ টাকায় সয়াবিন তেল
-
পোশাক শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ উইক’
-
বিশ্ববাজারে এক সপ্তাহে ৪ শতাংশ কমেছে স্বর্ণের দাম
-
তীর-রূপচাঁদাসহ ভোজ্যতেলের ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা