প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেদিকে লক্ষ্য রাখব: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট: ২০১৮-০১-০৬ ২৩:০৩:০৯


ministerপরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। শনিবার নিজ জেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথম নিজ জেলায় আসলে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রী করায় আমি তাকে ধন্যবাদ জানাই।

এর আগে দুপুর ১২টায় প্রতিমন্ত্রী দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

এরপর সেখানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বিপুলসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে অভ্যর্থনা জানানো হয়।

এরপর দৌলতদিয়া ঘাট থেকে বিশাল গাড়িবহর নিয়ে দুপুর ২টার দিকে তিনি রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। সার্কিট হাউসে তিনি মধ্যাহ্নের ভোজন করে কিছুক্ষণ বিশ্রাম নেন।

বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিকাল ৪টার দিকে তাকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে সাড়ে ৪টার দিকে তিনি শহরের কাজীকান্দা এলাকার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, কাজী কেরামত আলী গত ২ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।