টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২০১৮-০১-১৫ ১২:১৪:২৯


tossটস জিতলে কোনটা নেবেন, ব্যাটিং না বোলিং? এ সিদ্ধান্ত নিয়ে দোটানায় ছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। শেষ পর্যন্ত তাকেই সিদ্ধান্ত নিতে হয়েছে। টস জিতে গেছে বাংলাদেশ। আর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

দীর্ঘ ১৫ মাস পর ত্রিদেশীয় সিরিজ দিয়ে ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দলটির বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লাই ভারী। এখন পর্যন্ত ৬৭ বারের দেখায় ৩৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তাই এ ম্যাচেও জয়ের আশা করতেই পারে টাইগাররা। এদিকে এ ম্যাচ দিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মায়ার, পিটার মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই সাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ক্রিস এমপোফু, ব্রান্ডন মাভুতা।