বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান: প্রণব মুখার্জি

প্রকাশ: ২০১৮-০১-১৫ ২০:৩১:০৭


hasina + pronobবিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বেলা ১২টার দিকে গণভবনে প্রবেশ করেন ভারতের প্রণব মুখার্জি। গণভবনে শেখ হাসিনা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় শেখ হেলালউদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরলে প্রণব মুখার্জি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান।’ এছাড়াও রোহিঙ্গা সঙ্কট ও তাদের আশ্রয় দেয়ার সার্বিক পরিস্থিতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীকে নিজের অবসরকালীন সময় বই পড়ে কাটানোর ব্যাপারে জানিয়েছেন প্রণব মুখার্জি। তিনি বলেন, ‘আগে রাজনৈতিক ও সাংবিধানিক ব্যস্ততার কারণে সময় পেতাম না। এখন অনেক সময় পাই, অবসরের পর বই পড়ছি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে পারিবারিক মধ্যাহ্নভোজে অংশ নেন ভারতের এ সাবেক রাষ্ট্রপতি। এসময় তার সঙ্গে ছিলেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

এর আগে সোমবার সকালে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রণব। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে রোববার ঢাকায় আসেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।