ঢাকা দক্ষিণের ১৮ ওয়ার্ডের নির্বাচন স্থগিত
আপডেট: ২০১৮-০১-১৮ ১২:১৮:৫৯
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনটি করেন ডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নুল আবেদিন।
এর আগে বুধবার রাজধানীর বাড্ডা এলাকার বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার পৃথক দুটি রিটের কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্যপদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট।
একই সঙ্গে এ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।