রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

প্রকাশ: ২০১৮-০২-০৭ ২২:২৮:৩০


bgbঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবির সদস্যরাও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন।

মোহসিন রেজা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয়েছে।

এর আগে দেশের সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়। এসব জেলারও জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয় বলে বিজিবি সূত্র জানায়।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের অনুরোধে রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া রাজশাহী শহরে র‍্যাব, পুলিশ ও বিজিবির যৌথ টহল চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে বিজিবি মোতায়েন করা হয়েছে।