জেলের জালে বিরল প্রজাতির পাখাওয়ালা মাছ!
আপডেট: ২০১৮-০২-০৭ ২৩:১৪:৩৫
পটুয়াখালীর রাঙ্গাবালীতে জেলেদের জালে পাখাওয়ালা বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে জেলে মন্নান হোসেনের জালে এ মাছ আটকা পড়ে। মন্নান ওই ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের বাসিন্দা।
স্থানীয় জেলেরা জানায়, বিরল প্রজাতির পাখাওয়ালা মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের স্লুইস বাজারে মাছটি একনজর দেখতে ভিড় জমায় কয়েকশ লোক। তবে কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।
বিরল প্রজাতির মাছ শিকারি জেলে মান্নান হোসেন বলেন, ‘হঠাৎ জালে মাছটি ধরা পড়লে অবাক হয়ে যাই। পরে বাজারে নিয়ে এলে স্থানীয়রা এটিকে ‘কাউয়া মাছ’ বলে। আমি মাছটি বিক্রি করব না, বাড়ি নিয়ে খাব।’