দুই উপনির্বাচন: আ. লীগের প্রার্থী আফরুজা ও সংগ্রাম

প্রকাশ: ২০১৮-০২-০৯ ২৩:২৪:১২


leagueগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরুজা বারী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৩ মার্চ। তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। যাচাই-বাছাই হবে ১৬ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।
গাইবান্ধা-১ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া আফরুজা বারী ওই আসনের প্রয়াত সাংসদ মনজুরুল ইসলাম লিটনের বোন। আর সংগ্রাম ছাত্রলীগের সাবেক নেতা।