দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানেই গুটিয়ে দিলো ভারত

প্রকাশ: ২০১৮-০২-১৬ ২১:২৪:৫৬


indiaপ্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারত। ৪-১ ব্যবধানে এগিয়ে থাকা বিরাট কোহলির দলের জন্য সিরিজের ষষ্ঠ ও শেষ ওয়ানডেটি আদতে গুরুত্বহীন। তবে প্রোটিয়াদের তাদেরই মাটিতে আরও লজ্জা দেয়ার সুযোগটা বোধ হয় হাতছাড়া করতে চাইছে না তারা।

মাত্র দুই ওয়ানডে খেলা শার্দুল ঠাকুরকে একাদশে নিয়ে সেঞ্চুরিয়ানে যেন দক্ষিণ আফ্রিকাকে আরও বিভ্রান্তিতে ফেলে দিয়েছে ভারত। ডানহাতি এই মিডিয়াম পেসারের দুর্দান্ত বোলিংয়েই শেষ ওয়ানডেতে প্রোটিয়ারা গুটিয়ে গেছে মাত্র ২০৪ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে যা একটু লড়াই করেছেন খায়ো জন্দো। ৭৪ বলে ৫৪ রান করা এই ব্যাটসম্যানই এদিন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। আন্দেলো ফেহলুখায়ো ৩৪ আর এবি ডি ভিলিয়ার্স করেছেন ৩০ রান। বাকিদের কেউ ত্রিশের কোটাও ছুঁতে পারেননি।

ভারতের পক্ষে ৫২ রানে ৪টি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। ২টি করে উইকেট জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহালের। হার্দিক পান্ডিয়া আর কুলদ্বীপ যাদবও খালি হাতে ফেরেননি, নিয়েছেন একটি করে উইকেট।