সিরিজ নির্ধারণী ম্যাচে খেলছেন তামিম!
প্রকাশ: ২০১৮-০২-১৬ ২১:৩০:২২
টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য সাকিব আল হাসান নিজেও প্রত্যাশিত ছিলেন। কিন্তু তার আঙুলের সেলাই খোলার পর চিকিৎসক জানিয়েছেন সাকিবের পক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা সম্ভব না। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচেও সাকিবকে বাদ রেখে দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম টি-টোয়েন্টির অপরিবর্তিত দলই খেলবে শেষ ম্যাচে।
রোববার বিকাল ৫টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি শুরুহবে। সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অনুশীলনে বাহুতে চোট পাওয়ায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। যে কারণে দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল ইসলাম অপু।