সাভারে সাংবাদিক মিঠুন সরকারের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ২০১৮-০২-১৬ ২১:৪৩:০০
সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেললিভিশনের সাংবাদিক মিঠুন সরকারের সন্ত্রাসী ও চাঁদাবাজিমূলক কার্যক্রমের বিরুদ্ধে সাভার সিটি সেন্টারের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। আজ( ১৬ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত সিটি সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা একাত্তর টিভির সাংবাদিক মিঠুন সরকারের বিরুদ্ধে সিটি ফুড প্যালেসের ম্যানেজারকে মারধর, সিটি সেন্টারের মালিক অভির বিরুদ্ধে অপপ্রচার ও চাদাঁবাজির অভিযোগ আনে।
এসময় সিটি ফুড প্যালেসের ম্যানেজার শাহীন গাজী বলেন, গত ১০ই ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানের কারণে সিটি ফুড প্যালেস রিজার্ভ ছিল। এসময় একাত্তর টিভির সাংবাদিক মিঠুন সরকার সিটি ফুড প্যালেসে আসে এবং খাবারের অর্ডার দেয়। মিঠুন সরকারকে রিজার্ভের ব্যাপারে বলা হলে তাকে গালিগালাজ করে এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চড় থাপ্পড় দেয় বলে জানান সিটি ফুড প্যালেসের ম্যানেজার শাহীন গাজী।
শাহীন গাজীর আরো অভিযোগ, মিঠুন সরকার যতোবার আমাদের ফুড প্যালেসে এসেছে ততোবার বেলেছে, আমি কে? আমাকে চিনো? আমি ওমোক,আমি তোমাকে তুলে নিয়ে যাবো, আমি তোমাদের ব্যবসা-বানিজ্য বন্ধ করে দিবো। আমি চাইলে যেকোনো সময় এই সিটি সেন্টার বন্ধ করে দিতে পারি বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধুমকি দিয়েছে। প্রাণনাশের ভয়ে শাহীন গাজী গত ১১ই ফেব্রুয়ারি সাভার মডেল থানায় একটি জিডি করে যার নং ৫৩০। মানবন্ধনে ব্যবসায়ীরা প্রশাসনের নিকট সাংবাদিক মিঠুন সরকারের অত্যাচার থেকে বাঁচতে চাওয়ার দাবি জানান।
এছাড়াও জাহিন সিংহ নামে স্থানীয় এক সাংবাদিক মিঠুন সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কিছুদিন আগে আমাকে সাভার স্ট্যান্ড থেকে বহিরাগত কিছু সন্ত্রাসীদের দিয়ে তুলে নিয়ে যায় এবং প্রচুর মারধর করে।
মিঠুন সরকার রেষ্টুরেন্টে খাওয়ার পর বিল পরিশোধ করে না এবং কেউ বিল চাইতে গেলে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তারা। অন্যদিকে ৭১ টেলিভিশনের এই প্রতিনিধির বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পরও এখন পর্যন্ত তাদের এই প্রতিনিধির বিরুদ্ধে ৭১ টেলিভিশনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি। এদিকে মানবন্ধনে ব্যবসায়ীরা একাত্তর টিভির কর্তৃপক্ষের নিকট মিঠুন সরকারকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করার জন্য দাবি জানান।