বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০
প্রকাশ: ২০১৮-০২-২০ ১২:৫৫:১৫
ফরিদপুরে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করেছে। এ সময় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।
প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সোহেল জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন।
এ সময় পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল বের করার চেষ্টা করলে মিছিলে লাঠিপেটা করে পুলিশ। এতে সাংবাদিকসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।