জয়পুরহাটে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রকাশ: ২০১৮-০২-২২ ২১:০১:৫১


jaiজয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম-দিঘীপাড়া এলাকার একটি পুকুর থেকে আনুমানিক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: মুমিনুল হক জানান, কোমরগ্রাম-দিঘীপাড়া এলাকায় একটি পুকুরের মাছ মরে ভেসে উঠে। পুকুর মালিকের লোকজনসহ স্থানীয়রা পুকুরের পানিতে নেমে মরা মাছ তুলতে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জয়পুরহাট থানার ওসি সেলিম হোসেন জানান, এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।