ইতালিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রকাশ: ২০১৮-০৩-০৫ ০০:১৭:৩৩


italyদীর্ঘ জল্পনা কল্পনার অবসান হয়ে সমগ্র ইতালিতে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে ১৮টি দল অংশ নিয়েছে। ১৮টি দল নির্বাচনে অংশ নিলেও সাবেক প্রধানমন্ত্রী বেলু সকোনির ফরজা ইতালিয়া ও মাত্তে রেনছি ও ছিলেভিনির লেগানদসহ ফাইব স্টার মোভেমেন্ট ও পিডিয়ারের মধ্যেই হবে হাড্ডা-হাড্ডি লড়াই।

ইতালির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতালিতে দুইটি সংসদ রয়েছে। একটি হলো প্রতিনিধি পরিষদ কক্ষ অপরটি সিনেট।