ক্রিকেট দলের প্রধান কোচ হতে আগ্রহী ওয়ালশ

প্রকাশ: ২০১৮-০৪-০৬ ০৮:৫৪:২৮


walsচন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদটি শূন্য পড়ে আছে। দেশের মাটিতে ত্রিদেশীয় ও শ্রীলংকার বিপক্ষে সিরিজে কোনো প্রধান কোচ ছিল না। শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

শ্রীলংকায় ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব ভালোই উপভোগ করছেন ওয়ালশ। কাল তিনি জানালেন, ‘আমি দায়িত্ব উপভোগ করছি। সবাই এখানে পেশাদার।’ একই সঙ্গে জানিয়ে রাখলেন, সুযোগ পেলে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব আনন্দের সঙ্গেই পালন করবেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা একাডেমি মাঠে সাংবাদিকদের কোর্টনি ওয়ালশ বলেন, ‘বাংলাদেশ প্রধান কোচ খুঁজছে। যদি আমাকে জিজ্ঞেস করেন, তবে বলব, আমি দায়িত্ব পেলে তা আনন্দের সঙ্গেই পালন করব। যত দ্রুত আমরা প্রধান কোচ পাব, ততই দলের জন্য ভালো। আমাদের মোমেন্টামটা ধরে রাখতে হবে। যখন আমরা প্রধান কোচ পাব তখন তা নিয়ে ভাবব এবং পরিকল্পনা করব। আশা করি, এমন একজনকে পাব (প্রধান কোচ হিসেবে), সবাই যাকে নিয়ে আনন্দের সঙ্গে কাজ করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যই আমার মূল লক্ষ্য।’

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সফরটাকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মানছেন ওয়ালশ। তিনি বলেন, ‘এটা দারুণ একটা সফর হবে। আমরা জানি দেশের মাটিতে তারা কতটা ভয়ংকর। তাই এটা একটা চ্যালেঞ্জিং টেস্ট সিরিজ হবে। দুই দলই নিজেদের চেনানোর জন্য লড়বে।’

বাংলাদেশ দেশের বাইরে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে। সব মিলিয়ে দেশের বাইরে খুব বেশি টেস্ট খেলা হয় না টাইগারদের। এটা বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে বাধা বলে মনে করেন ওয়ালশ। তিনি বলেন, ‘যথেষ্ট টেস্ট খেলতে না পারাটা হতাশার। আপনি যত খেলবেন, ততই উন্নতি করার সুযোগ সৃষ্টি হবে।’