অপ্রতিরোধ্য মেসি অজেয় বার্সেলোনা

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ০৭:১৩:৫৫


মেসিচোট সমস্যার কারণে লিওনেল মেসিকে বিশ্রাম দেবেন কিনা, এ নিয়ে দ্বিধায় ছিলেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। তবে শেষ পর্যন্ত শুরুর একাদশেই নামলেন মেসি এবং আরও একবার গড়ে দিলেন ব্যবধান।

আর্জেন্টাইন জাদুকরের অনবদ্য হ্যাটট্রিকে শনিবার ন্যুক্যাম্পে লেগানেসের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে শিরোপার আরও কাছে চলে গেল কাতালানরা।
১৯৭৯ ও ১৯৮০ সালে দুই মৌসুম মিলিয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল সোসিয়েদাদ। গত পরশু রাতে ঘরের মাঠে লেগানেসকে হারিয়ে ৩৮ বছরের পুরনো সেই রেকর্ডেই ভাগ বসিয়েছেন মেসিরা। লিগে তারা সর্বশেষ হেরেছিল গত বছর এপ্রিলে মালাগার বিপক্ষে।

এরপর টানা ৩৮ ম্যাচে অপরাজিত বার্সা। এর মধ্যে রয়েছে গত মৌসুমের শেষ সাত ম্যাচ। আগামী শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে পরের ম্যাচে হার এড়াতে পারলেই লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে বার্সা।

আর লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে মৌসুমের বাকি সাত ম্যাচে অজেয়যাত্রা অব্যাহত রাখতে হবে। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে বার্সা। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সার স্বপ্নসারথি মেসি নিজেও দাগ কেটেছেন রেকর্ডের পাতায়। পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের দৌড়ে ধরে ফেলেছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহকে। ইংলিশ প্রিমিয়ার লীগে এবার সালাহর ২৯ গোল এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সর্বোচ্চ। শনিবার মৌসুমের তৃতীয় হ্যাটট্রিকে লা লিগায় মেসির গোলসংখ্যাও এখন সমান ২৯। সালাহর পাশাপাশি মেসি ছুঁয়েছেন সাবেক বার্সা সতীর্থ রোনালদিনহোর দারুণ এক কীর্তি। ২০০৬-০৭ মৌসুমে লা লিগায় ফ্রিকিক থেকে ছয় গোল করেছিলেন রোনালদিনহো। এরপর মেসিই প্রথম লিগে এক মৌসুমে ফ্রিকিকে করলেন ছয় গোল। এ মৌসুমে সব মিলিয়ে ফ্রিকিকে সাত গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এছাড়া ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ছয় ম্যাচে বক্সের বাইরে থেকে গোল করার কীর্তি গড়েছেন মেসি।

শনিবার ম্যাচের শুরুতেই গোলের দুটি সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ। সেই খেদ মিটিয়ে ২৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে রংধনু ফ্রিকিকে বার্সাকে এগিয়ে দেন মেসি। ৩২ মিনিটে কুতিনহোর সহায়তায় মেসি তুলে নেন তার দ্বিতীয় গোল। ৬৮ মিনিটে নাবিল এলজার ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি লেগানেস। ৮৭ মিনিটে মেসির হ্যাটট্রিক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এএফপি/ওয়েবসাইট।