ডিএসই’র নজরধারীতে ১৫ কোম্পানি
প্রকাশ: ২০১৮-০৭-০১ ২০:০৬:০৬
সপ্তাহজুড়ে অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলোঃ ফার্মা এইডস, সোনালি আঁশ, এমবি ফার্মাসিউটিক্যালস, সাভার রিফ্যাক্টরিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, এপেক্স ফুটওয়্যার, ফু-ওয়াং ফুড, মুন্নু সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, আইটি কনসালট্যান্টস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, খুলনা প্রিন্টিং এবং লিবরা ইনফিউশন লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।